অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে বিভক্ত ইউরোপ

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহার করার পর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যাচ্ছিলো বলে অভিযোগ তোলে অনেক দেশ।
এর পর থেকেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ইতিমধ্যেই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৪ মার্চ পর্যন্ত ৩০ জনের কথা জানা গিয়েছিল।
তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।” ব্রিটেনে এখনও পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নিয়েছেন সেদেশের ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ।

 

মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে ব্রিটিশ প্রশাসন।
আপাতত শিশুদের মধ্যেও এই টিকার ট্রায়াল বন্ধ রাখা হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.