সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শনিবার হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে আল-মাসিরাহ টেলিভিশন জানায়, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইয়াহয়া সারি।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে সৌদি আরব সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ১৪-১৫ এপ্রিল দেশটির জাযান প্রদেশের বিভিন্ন বেসামরিক লক্ষ্যে হুতিদের বেশ কয়েকটি হামলা প্রতিরোধের দাবি করেছে সৌদি বাহিনী।
সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি বলেন, বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী (ইয়েমেনের) সাদাহ প্রদেশ থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া চারটি ইউএভি (ড্রোন) ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ধ্বংস করেছে।
ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জাযান বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ে ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।