সাগরের ১৪০ ফুট নিচে রোজা পালন

Ramadan20160611095008সাগরের ১শ ৪০ ফুট নিচে রোজা পালন করলেন পাকিস্তানের তিন নাগরিক। রেড সী সাগরের তলায় ঘটা করে প্রথম রোজা শুরু করেন তারা।

তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা পানির নিচে লণ্ঠন নিয়ে উৎসবের মত করে রোজা পালন করছেন।

ইয়াহিয়া আশফাক, উমার জান, কাজি আজমা নামের ওই তিন পাকিস্তানি সৌদি আরবে থাকেন। পবিত্র রমজান মাস শুরুর আগে হঠাৎ করেই তাদের মাথায় চিন্তা আসে যে তারা সাগরে পানির নিচে রোজা পালন করবেন।

পরে তাদের এসব কর্মকাণ্ড ভিডিও করেন তারা। আসলে আমাদের জীবনে সাগর, বীচ এবং প্রবাল দ্বীপের গুরুত্ব বোঝানোর জন্যই তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এতে করে পর্যটন শিল্পেরও অনেক উন্নতি হবে বলে আশা করছেন তারা।

তাদের ধারণকৃত ওই ভিডিওতে দেখা গেছে, ওই তিনজন নিজেদের দেশের পতাকা উত্তোলন করছেন এবং সাগরের ১শ ৪০ ফুট নিচে প্রার্থনা করছেন।

ওই তিনজনের মধ্যে একজন হচ্ছেন ইয়াহিয়া। তিনি বলেন, সাগরের নিচের তাপমাত্রা খুবই উপযোগী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN