ফেসবুকে ভাইরাল করোনার টিকা নিয়ে উপহাস করা সেই ব্যক্তির কোভিডেই মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করোনা মহামারির ভ্যাকসিন নিয়ে  উপহাস করা ক্যালিফোর্নিয়ার সেই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভাইরাসটির সঙ্গে দীর্ঘ এক মাস লড়াই করার পর বুধবার লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর বিবিসি।

মারা যাওয়া স্টেফেন হারমন হিলসং মেগাচার্চের সদস্য। তিনি টিকার বিরোধিতায় অত্যন্ত সক্রিয় ছিলেন। টিকা না নেয়ার বিষয়ে রসিকতা করেছিলেন।

জুনে টুইট করে ও ফেসবুকে তিনি বলেছিলেন, ৯৯টি সমস্যা ধরলেও টিকা যেন আরেকটি না হয়।

করোনার সঙ্গে লড়াই করতে থাকলেও হারমনের ভাষ্য, তিনি টিকা নেবেন না, তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে।

হিলসংয়ের প্রতিষ্ঠাতা ব্রায়ান হিউস্টন বৃহস্পতিবার এক টুইটে হারমনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.