অবশেষে মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত ২৮ শিক্ষার্থী

অবশেষে মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত ২৮ শিক্ষার্থী। রাতভর হামলা চালিয়ে একটি বিদ্যালয়ের ১২১ শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। অপহরণের পর মাথাপিছু এক হাজার ২১৫ মার্কিন ডলার করে মুক্তিপণ দাবি করে বন্দুকধারীরা। দীর্ঘ ২০ দিন পর এদের এদের মধ্যে ২৮ জন অসুস্থ হয়ে পড়ায় রোববার তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া শিক্ষার্থীদের তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান কাদুনা রাজ্যের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেভারেন্ড জন হায়াব।

আফ্রিকান দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে গত ৫ জুলাই হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বন্দুকধারীরা। খবর আনাদোলুর।

নাইজেরিয়ায় গত বছরের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত ১০ বার দেশটির ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে অপহরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ এ মাসের প্রথম সপ্তাহে কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রাতভর চালানো এ হামলার পর বিদ্যালয়টির ১২১ শিক্ষার্থীকে অপহরণ করে।

এখনও ৮০ জনের মতো শিক্ষার্থী অপহরণকারীদের হাতে বন্দি আছে। তাদের উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.