বাংলাদেশকে নিতে হবে অস্ট্রেলিয়া থেকে ভ্যাকসিন নেওয়ার উদ্যোগ। অস্ট্রেলিয়ায় উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে উপহার হিসেবে পাঠানোর জন্য চেষ্টা করছেন অস্ট্রেলিয়া-প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া পার্লামেন্টে তাদের আবেদনটি অনুমোদনের পর এখন চলছে স্বাক্ষর সংগ্রহের কাজ।
আগামী ১২ আগস্টের মধ্যে ১০ হাজার স্বাক্ষর সংগৃহীত হলে আবেদনটি স্পিকারের মাধ্যমে সংসদে উত্থাপিত হবে।
আশার কথা হচ্ছে, এরই মধ্যে প্রায় পাঁচ হাজার অস্ট্রেলিয়া-প্রবাসী বাংলাদেশি এই আবেদনে স্বাক্ষর করেছেন।
অস্ট্রেলিয়ার নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণে প্রচণ্ড অনীহার কারণে দেশীয় প্রতিষ্ঠান সিএসএল লিমিটেড উৎপাদিত প্রায় ৫০ মিলিয়ন ভ্যাকসিন উদ্বৃত্ত ছিল। অস্ট্রেলিয়া-প্রবাসীরা এই উদ্বৃত্ত ভ্যাকসিনগুলো বাংলাদেশে উপহার হিসেবে পাঠানোর জন্যই অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন করেছেন।
বর্তমানের বাস্তবতা হচ্ছে, প্রবাসী বাংলাদেশিরা যে সংখ্যক ভ্যাকসিন বাংলাদেশে পাঠাতে পারবেন বলে আশা করছিলেন সেই সংখ্যক ভ্যাকসিন এখন আর অস্ট্রেলিয়া সরকারের কাছে উদ্বৃত্ত নেই।
কেননা, অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিতে অনাগ্রহী থাকলেও এখন পরিস্থিতি তাদের এই ভ্যাকসিন গ্রহণে বাধ্য করছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরাই নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিতে অনাগ্রহী করে তুলেছিলেন।