অলিম্পিক মাঠের নিরাপত্তায় জাপানের আকাশে উড়ছে ৮শ ড্রোন। তুলনামূলক দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয় এবারের টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। গত শুক্রবার মাত্র ৯০০ জন উপস্থিতি নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। যদিও এত অল্প সংখ্যক দর্শক হওয়া সত্ত্বেও মায়াবী এ সন্ধ্যার মাহাত্ম্য একেবারেই কমেনি। বরং বেশ জাঁকজমকপূর্ণই ছিল এবারের অলিম্পিক উদ্বোধন।
তবে একটি দুর্দান্ত মুহূর্ত ছিল ড্রোন দেখা। অনুষ্ঠানের শেষের দিকে স্টেডিয়ামের আকাশে এক হাজার ৮২৪টি ড্রোন জ্বলে উঠে। প্রথমে অলিম্পিক ২০২০-এর প্রতীক ফুটিয়ে তোলা হয়। পরে এটি পৃথিবীর রূপ নেয়। ড্রোনের এমন প্রদর্শনী এবারই প্রথম নয়। জাপান সরকার জানিয়েছে মাঠের নিরাপত্তার নিশ্চিত করতে এসব ড্রোন আকাশে পাহাড়া দিবে।
২০১৭ সালে ৩০০ ইন্টেল ড্রোন সুপার বোল লিতে যুক্তরাষ্ট্রের পতাকা ফুটিয়ে তুলেছিল। টোকিওর এই প্রদর্শনীর চেয়েও অধিক সংখ্যায় ড্রোন প্রদর্শনীর রেকর্ড রয়েছে। গত বছর হুন্দাইয়ের মালিকানাধীন গাড়ির ব্র্যান্ড জেনেসিস চীনেই সাইহাইতে তিন হাজার ২৮১টি ড্রোন একসঙ্গে আকাশে উড়েছিল। যদিও সংখ্যায় কম হলেও টোকিওর ড্রোন প্রদর্শনী অনেকের মনেই জায়গা করে রাখবে।