সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২৯ জুলাই বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং বঙ্গবন্ধু কন্যার রূপকল্প-২০২১ ও ২০৪১” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ সময় সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ইমারদ হোসেন ইমু, আশীষ বড়ুয়া, শেখ রুহুল আমিন, সামসুল কবির, আক্তার হোসেন রাজু, গোলাম কাদের চৌধুরী ইফতি, অধ্যাপক মীর আনিসুল ইসলাম, মোহাম্মদ আয়ুবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।