বিশ্বে গাড়ি বিক্রির শীর্ষে টয়োটা

বিশ্বে গাড়ি বিক্রির শীর্ষে টয়োটা। চলতি বছরের প্রথমার্ধে ৫৪ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রির রেকর্ড করেছে টয়োটা। এর মাধ্যমে সংস্থাটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি করা গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বছরের মতো প্রথমার্ধে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতার মুকুট ধরে রেখেছে টয়োটা। এ ফলাফল কভিড-১৯ মহামারীজনিত পতন ও বৈশ্বিক চিপ সংকট সত্ত্বেও গাড়ি নির্মাতা সংস্থাটির তীব্র পুনরুদ্ধারের ইংগিত দেয়।

এর আগে ২০১৯ সালের প্রথমার্ধে টয়োটা বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ প্রায় ৫৩ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছিল। সংস্থাটির মূল বাজার যুক্তরাষ্ট্র ও চীনে শক্তিশালী বিক্রির বিষয়টি এ রেকর্ড তৈরিতে অবদান রেখেছে। সংস্থাটির এক কর্মকর্তা জানান, টয়োটা বিশ্বজুড়ে চিপ ঘাটতির প্রভাব সীমিত করতে সক্ষম হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.