কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চান ইমরান খান

কাশ্মীর ইস্যুতে ভারতের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।

জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা, মানবাধিকার সংস্থা এবং সংবাদমাধ্যমের সাহায্যে কাশ্মীরে নিরীহ মানুষকে হত্যা ও কাশ্মীরিদের জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার ছিনিয়ে নেয়ার জন্য ভারতকে জবাবদিহিতায় বাধ্য করতে চান তিনি।

ভারতশাসিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয়ার দুই বছর পূর্তিতে ইওউম-এ-ইস্তেহসাল (অর্থ- শোষণের দিন) পালন করা হয় পাকিস্তানে।
দেশটির রাজধানী, বড় শহরগুলো এবং আজাদ কাশ্মীরে এদিন বিভিন্ন আয়োজন করা হয়। পাকিস্তানিদের জন্য দিবসটি পালনের উদ্দেশ্য ‘ভারতের অবৈধভাবে দখলকৃত কাশ্মীর’ এ দখলদার বাহিনীর দমন পীড়নের শিকার জনগণের সাথে সংহতি প্রকাশ করা।
দিবসটি উপলক্ষে এক বার্তায় ইমরান বলেন, ‘যতদিন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরিকল্পনা মোতাবেক কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা কাশ্মীরিদের সাহায্য করে যাব।’
তিনি অভিযোগ করেন, কাশ্মীর ‘দখলের’ পর সেখানে অভূতপূর্ব সামরিক অভিযান এবং মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.