রমজানজুড়ে শ্রীমঙ্গল ইন-এ বিশেষ অফার

Sreemangal-inn-BG20160621210014পুরো রমজান মাসজুড়ে বিশেষ অফার চলছে পর্যটন নগরী শ্রীমঙ্গলের হোটেল শ্রীমঙ্গল ইন-এ।

রমজান মাসে সুন্দর, পরিচ্ছন্ন, রুচিশীল এ হোটেলে থাকলে প্রত্যেক বোর্ডার বিনামূল্যে পাবেন সেহরি, ইফতার ও ডিনারের সুযোগ। দেশি বড় মাছ, দেশি মুরগি, সবজি, ডালসহ বিশেষ খাবার থাকছে মেন্যুতে।

এ অফারকে মালিকের নানামুখী সামাজিক কর্মের অংশ হিসেবেই দেখতে চান হোটেলটির ম্যানেজিং ডিরেক্টর সুকান্ত দেবনাথ।

যাত্রা শুরুর বছরখানেকের মধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত শ্রীমঙ্গল ইন। ছোট-বড় ৫২টি রুমেই রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া সার্বক্ষণিক ওয়াইফাই, জেনারেটর, টেলিভিশন, গরম পানির সুবিধা তো রয়েছেই।

বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার প্রভৃতির জন্য রয়েছে বিজনেস সেন্টার, কনফারেন্স রুম। বিয়ে, জন্মদিনের জন্য রয়েছে কমিউনিটি সেন্টার। রয়েছে পার্লারও। খাবারের জন্য রয়েছে পরিচ্ছন্ন বড় আকারের ডাইনিং।

এসব সুবিধার তুলনায় ভাড়াও বেশ কম। বর্ষায় যারা চায়ের দেশ শ্রীমঙ্গলের অসামান্য সুন্দর রূপ দেখতে যেতে চান তারা ঢুঁ মারতে পারেন হোটেল শ্রীমঙ্গল ইন-এ। এসময় বাইক্কা বিল, লাউয়াছড়ারও দেখা মিলবে ভিন্নরূপ। একদিন থেকে ঘুরে আসার জন্যও উপযুক্ত পর্যটন স্পট শ্রীমঙ্গল।
তাই এই বর্ষায় ঘুরে সাশ্রয়ী খরচে ঘুরে আরামদায়ক পরিবেশে থেকে ঘুরে আসুন শ্রীমঙ্গলে। প্রতিষ্ঠানটির বিশেষ এ অফার চলবে ঈদের আগ পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০৮৬২৬৭২১৬৯, ০১৭৩৬২৭৭০৪৪ নম্বরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.