জার্মানির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের ভিয়ার্নহাইমে কিনোপলিস কমপ্লেক্সের একটি সিনেমা হলে (সিনে প্লেক্সে) এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, মুখোশ পড়া এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন। হামলা চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয় সশস্ত্র পুলিশ বাহিনী বন্দুকধারীকে ঘিরে ফেলে। ওই বন্দুকধারী সিনেমা হলের দর্শকদের জিম্মি করেছিলো কিনা এ বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে হামলার পরপরই পুলিশের পাল্টা জবাবে ওই বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বুয়েথ।