কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, হট্টগোল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি-১২জন নিহত

কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, হট্টগোল পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি-১২জন নিহত । আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই দেশত্যাগে মরিয়া নিরাপত্তা নিয়ে শঙ্কিত নাগরিকরা। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিদেশিদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ নিশ্চিত করতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় মার্কিন সেনারা। বন্ধ করে দেয়া হয় বাণিজ্যিক ফ্লাইট।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ মার্কিন সেনাদের হাতে থাকলেও এর চারপাশের সড়কের নিয়ন্ত্রণে রয়েছে তালেবানরা। অভিযোগ রয়েছে, বিমানবন্দরে আসতে অনেককে বৈধ কাগজ থাকলেও বাধা দেয়া হচ্ছে।

তবু থেমে নেই দেশত্যাগের চেষ্টা। বৃহস্পতিবার বিপুল সংখ্যক মানুষ বিমানবন্দরে হাজির হলে ফের তৈরি হয় হট্টগোল, বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

অনেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ছত্রভঙ্গ করতে একপর্যায়ে গুলিও ছুড়তে হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা সম্ভব হয়নি।

এরআগে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর হতে এ পর্যন্ত বিমানবন্দরে ১২জন মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান সদস্য রয়টার্সকে জানান, ১৫ আগস্ট হতে এ পর্যন্ত নিহতদের সবাই গুলিবিদ্ধ অথবা পদদলিত হয়ে মারা গেছে। তিনি আফগানিস্তানের নাগরিকদের বিমানবন্দরে না এসে ঘরের অনুরোধ করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.