তেহরানের রাজপথে ভেঙেপড়া ইরানি বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলার মধ্যেই বড়সড় দুর্ঘটনা এড়াল বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজের ঢাকাগামী একটি যাত্রীবাহী বিমান। ওমানের রাজধানী মাসকট থেকে ১৪৮ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে জামশেদপুরের কাছাকাছি কলকাতার আকাশে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ইউনাইটেডের এ বিমানটি।
কলকাতার আজকাল পত্রিকার খবরে বলা হয়, সংঘর্ষের আশঙ্কায় পড়েছিল তিনটি বিমান। কারণ সে সময় বাংলাদেশের রাজশাহীর আকাশে ছিল এমিরেটসের একটি যাত্রীবাহী বিমানও। দুবাই থেকে ঢাকাগামী ওই বিমানটি ছিল রাজশাহীর আকাশে ৩১ হাজার ফুট উচ্চতায়।
কলকাতায় এই সময় পত্রিকা জানায়, বাংলাদেশের আকাশে থাকলেও এমিরেটসের বিমানটি ছিল তখন পর্যন্ত কলকাতা এটিসির আওতায়। ইউনাইটেড এয়ারওয়েজের বিমানটির ক্যাপ্টেন আরিফুল ইসলাম এনডিটিভিকে জানান, ভারতের জামশেদপুরের ওপর দিয়ে ঢাকা আসার সময় অল্পের জন্য সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ থেকে বেঁচে যায় তার বিমানটি। ঘটনাটি সোমবার সকাল সাড়ে ৮টার দিকের। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তারা বলছেন, ইউনাইটেডের বিমানের পাইলট তাদের বার্তা বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছিল।
ইউনাইটেড কর্তৃপক্ষ ও তাদের বৈমানিকের অভিযোগ, ভুলটি ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের। কলকাতার এই সময় পত্রিকা বলছে, ভুলটা কোথায় হয়েছে তা জানা যাচ্ছে না। ইউনাইটেডের বিমানের পাইলটের ভুল না কলকাতা বিমানবন্দরের এটিসি থেকে ভুল বার্তা দিয়েছে তা তদন্তের নির্দেশ দিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ও কলকাতা এটিসি।