জিয়ার পোস্টমর্টেম রিপোর্ট চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে তার ছবি ও পোস্টমর্টেম রিপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখাতে চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক মোজাম্মেল হক।

বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সংসদ ভবনের আশপাশের নকশা বহির্ভূত সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে।

জিয়াউর রহমানের লাশ নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি- এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তি জিয়ার সঙ্গে কোনো বিরোধ নেই, তবে ইতিহাসের বিকৃতি চাই না।
চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই অথচ সেখানে শ্রদ্ধা জানাবেন, ইতিহাসের এমন বিকৃতি হতে দেওয়া যায় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.