আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে যা বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে হানা দিয়ে ট্রাজেডি ছাড়া কিছুই পায়নি।

বুধবার রাশিয়ার সূদর পূর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ-তরুণীদের মধ্যে বক্তব্য দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে গত ২০ ধরে উপস্থিত ছিল। এতগুলো বছর তারা সেখানে বসবাসরত মানুষকে সভ্য করার চেষ্টা করেছে। আমেরিকা নিজের দেশের জীবনযাপনের নিয়মপদ্ধতি আফগান জনগণের ভেতর প্রবেশ করাতে চেয়েছে। কিন্তু এর ফলাফল শূন্য।

আফগানিস্তানে তালেবানের সঙ্গে দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা সোমবার মধ্যরাতে কাবুল বিমানবন্দর ত্যাগ করে। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর আক্রমণে উভয় পক্ষের শুধু প্রাণের ক্ষতি হয়েছে। অন্য জাতির ওপর কখনও ভিনদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়া যায় না, এটা অসম্ভব।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ে রাশিয়ার উভয়সঙ্কটপূর্ণ অবস্থা। মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারে তারা একদিকে খুশি, অন্যদিকে তালেবানের উত্থানে মধ্য এশিয়ায় সন্ত্রাস ছড়িয়ে পড়তে পারে ভেবে উদ্বিগ্ন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.