পাকিস্তানের ‘ঘুম হারাম’ করতে পারে এই তালেবান

২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছিলেন, ‘সন্ত্রাসের কেন্দ্রবিন্দু এখন আল-কায়েদার হাত থেকে তালেবানের হাতে চলে গেছে।
আর আল-কায়েদার চেয়ে তালেবান আরো বেশি বিপজ্জনক।
কারণ তারা স্থানীয় লোকজনের মনের মধ্যেও বাসা বাঁধতে শুরু করেছে।’

আজ ১৫ বছর পর পারভেজ মোশাররফের সেই উপলব্ধি আরো বেশি দৃশ্যমান হয়ে উঠলেও পাকিস্তান সরকার বিষয়টি কখনোই আমলে নেয়নি।
সচেতনভাবেই হোক কিংবা দূরদর্শিতার অভাবেই হোক, তারা এখনো তালেবানকে শত্রু ভাবতে শেখেনি।
এ কারণে তালেবান যোদ্ধারা গত মাসে যখন রাজধানী কাবুল দখল করে নেন, তখন তাঁদের পতাকা ওড়ে ইসলামাবাদের আকাশেও।

বিশ্লেষকরা বলছেন, তালেবানের বিজয়কে নিজেদের বিজয় ভেবে পাকিস্তান সবচেয়ে বড় ভুলটা করছে।
পাকিস্তান এখনো উপলব্ধি করতে পারেনি যে তালেবানের পক্ষে দাঁড়াতে গিয়ে তারা নিজেদের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে।
পাকিস্তানকে দুইভাবে এর মাসুল গুনতে হবে। প্রথমত, বহির্বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটবে।
দ্বিতীয়ত, পাকিস্তানের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠবে তালেবানের মতো বিভিন্ন ইসলামী সংগঠন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.