রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন করোনা পরীক্ষা করাতে পারছেন প্রবাসী ও যাত্রীরা।
সে হিসেবে বিমানবন্দরে নমুনা পরীক্ষা করান মোসলেম মিয়া ওরফে আবু মুসা (৫৩)। নমুনা পরীক্ষায় তিনি উত্তীর্ণও হন।
কিন্তু দুবাই যাত্রার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সোমবার চট্টগ্রামের ফটিকছড়ির এই বাসিন্দা বিমানবন্দরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিন সন্ধ্যা ৭টায় তার ফ্লাইট ছিল।
যাত্রার আগে তিনি প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে করোনা পরীক্ষার প্রত্যয়নপত্র নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান।
এসময় বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘ ১০ বছর দুবাইয়ে ছিলেন।
জানুয়ারিতে ছুটিতে দেশে এসে আটকা পড়েন।