বন্যায় মধ্যপ্রদেশ-আসামে ১৭ জনের প্রাণহানি

india-rain-sm20160711125905প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ভারতের মধ্যপ্রদেশ ও আসামে গত কয়েকদিনে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এখনও রাজস্থানের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা, উত্তর কর্নাটক ও কেরালার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বন্যায় গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। এর আগে গত কয়েকদিনে আরো অন্তত ৮ জনের প্রাণহানির খবরের কথা জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে আসামে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যায় সেখানে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। পানির স্রোতের তীব্রতায় বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর, গোলাঘাট, মরিগাও, বারপেটা এবং জরহাট জেলায় প্রায় দেড়লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বদানন্দ বন্যায় সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। ওড়িষ্যায়ও প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

পশ্চিমবঙ্গে দিনের তামপাত্রা কিছুটা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। সোমবার (১১ জুলাই) হালকা বৃষ্টিপাতও হয়েছে। কলকাতায় মেঘলা আকাশ ও ৯ মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা নেমে এসেছে ৩২ ডিগ্রির ঘরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.