ইতালির দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন। এতে আহত হয়েছে ৫০ জন যাত্রী। মঙ্গলবার ইতালির অ্যান্ডরিয়া ও কোরাটা শহরের মাঝামাঝি এক জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উদ্ধারকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া আহত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতালে রক্ত দেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে।
চলতি বছরে এটাই ইতালির সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। তবে কি কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছে না কর্তৃপক্ষ। সরকার খুব দ্রুত এর পূর্ণ তদন্ত শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতালির মেয়র কোরাটো মাসিমো বলেছেন, ‘দুর্ঘটনাটি দেখে মনে হচ্ছে এখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।’
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের পাশেই একটি জলপাইগাছের নিচে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে। সেখানে কম আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আর যারা গুরুতর আহত হয়েছে তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে ট্রেন দুটিতে কতজন যাত্রী ছিল এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি রেল কর্তৃপক্ষ। ট্রেনের নীচে আরো লোক চাপা পরে থাকতে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ইতালিতে ২০০৯ সালে এটি বড় ধরণের রেল দুর্ঘটনা হয়। যেখানে ৩০ জন মানুষ আহত হয়েছিল।