অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বাংলাদেশি বংশদ্ভূত ৫ কাউন্সিলর নির্বাচিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন সিটি কাউন্সিল থেকে এবারে পাঁচজন বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷ ৪ ডিসেম্বর কাউন্সিলগুলোতে ভোটগ্রহণ করা হয়৷

ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন এবং ক্যাম্বেলটাউন কাউন্সিলে বেশি সংখ্যক বাংলাদেশিদের বসবাস৷ এই দুটি কাউন্সিল থেকেই একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচিত হয়েছেন৷ এর মধ্যে ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার৷ তার স্বামী মোহাম্মাদ জামান টিটু এই কাউন্সিলেরই কাউন্সিলর ছিলেন৷

ক্যাম্বেলটাউন থেকে নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী৷ তিনি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হলেন ৷ এছাড়া ক্যাম্বারল্যান্ড কাউন্সিল থেকে একজন মহিলা প্রার্থীসহ দুইজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন৷ সমাজসেবিকা সাবরিন ফারুকী প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷ একই কাউন্সিল থেকে সুমন সাহা এই নিয়ে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হলেন৷

সিডনি শহর থেকে বেশ দূরে ডাব্বো সিটি কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শিবলী চৌধুরী৷ সেই কাউন্সিলের তিনিই প্রথম ইমিগ্রান্ট কাউন্সিলর৷ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে৷ সরকারের সংবাদ সংস্থা এবিসি নিউজের দেয়া তথ্যমতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে অন্তত আরও একজন বাংলাদেশির বিজয়ের সম্ভাবনা রয়েছে৷

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন৷ এর মধ্যে বিভিন্ন কাউন্সিল থেকে ৫ জনের কাউন্সিলর নির্বাচিত হওয়াটা বেশ বড় সুখবর৷ অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের এই সাফল্যে কমিউনিটিতে সাধারণ মানুষ খুবই আনন্দিত৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.