তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন নিষিদ্ধ হচ্ছে ভারতে!

India-SM20160714221907তিন লাখ রুপির বেশি নগদ লেনদেন অথবা ১৫ লাখ রুপির বেশি নগদ অর্থ কাছে রাখা বেআইনি ঘোষণা করতে যাচ্ছে ভারত সরকার। মূলত কালো টাকার দৌরাত্ম্য রুখতেই এমন উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। বৃহস্পতিবার ( জুলাই ১৪) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

২০১৪ সালে ক্ষমতায় বসার পরপরই কালো টাকার দৌরাত্ম্য প্রতিরোধ করতে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে কালো টাকা বিস্তার রোধে এই দুটি পদক্ষেপসহ আরও এক গুচ্ছ সুপারিশ করেছে এসআইটি। ২০১১ সাল থেকে কালো টাকার দৌরাত্ম্য প্রতিরোধে সরকারের উদ্যোগের ওপর নজরদারি করছে ভারতের সর্বোচ্চ আদালত।

জানা গেছে, বর্তমানে এসআইটি’র এসব সুপারিশ খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারত সরকার। সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.