মানহানির মামলা করলেন জাকির নায়েক

zakir_1ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাও’এর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন পিস টিভির মালিক ও ইসলামী বক্তা জাকির নায়েক।

জাকির নায়েকের পক্ষে আইনজীবী মুবিন সোলকার এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে টাইমস নাও চ্যানেলের পরিচালক অর্ণব গোস্বামী, ব্যুরোপ্রধান মেঘা প্রসাদ, প্রধান নির্বাহী বিনাশ কৌল এবং নির্বাহী কর্মকর্তা সুনীল লুলাকে।

মামলায় বলা হয়েছে, অর্ণব গোস্বামী উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাকির নায়েকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করেছেন। তার বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরিরও অভিযোগ করা হয়েছে।

আরও বলা হয়, নায়েকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন অর্ণব। মানুষের মন বিষিয়ে তুলতে যা যা করা দরকার, তার সব চেষ্টাই করেছে টিভি চ্যানেলটি। এতে জাকির নায়েকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ জন্য চ্যানেলটির কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নায়েক।

জাকির নায়েক এখন ভারতের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি ঢাকার গুলশানে হামলায় জড়িত দুই জঙ্গি জাকির নায়েকের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিল এমন তথ্য উঠে আসার পর জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে। জাকির নায়েকের টিভি চ্যানেল ভারত এবং বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে ওই অভিযোগ আনার পর থেকেই তিনি আর ভারতে যাননি। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে ভিডিও কন্ফারেন্সে টাইমস নাওয়ের প্রধান অর্ণব গোস্বামীকে চ্যালেঞ্জ করেছেন।

আর এই প্রথম কোনো টিভি কোম্পানির বিরুদ্ধে জাকির নায়েক মানহানির মামলা করলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.