সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ফ্রান্সের খ্রিস্টান-মুসলিম

2016_07_31_21_24_18_x2KRPUzUc23drN8unEh4uiddNWroBz_originalফ্রান্সের একটি গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত যাজকের শোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল দেশটিতে বসবাসকারী মুসলিমদের। ফ্রান্সের শেষ সন্ত্রাসী হামলায় নিহত হয় এই যাজক। সেখানে উপস্থিত হয়ে ফরাসি মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কেবিচ জানিয়েছেন, সন্ত্রাসী হামলার মতো ঘটনার প্রতিবাদে তারা সবাই ক্যাথলিক।

ফ্রান্সে বসবাসকারী মুসলিম ও ক্যাথলিকদের মধ্যে সম্পর্ক মজবুত করতে ফ্রান্সের লিয়ন শহরে একটি ভাতৃত্ব মিছিলেরও ডাক দেয়া হয়েছে। যেখানে প্রায় কয়েক হাজার মুসলিমের উপস্থিত অংশগ্রহণ করবে। মিছিলের ব্যানারে লেখা থাকবে, ‘দিজ ইজ নট এ রিলিজিয়াস ওয়ার, অ্যান্ড, উই অল আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ (এটা কোনো ধর্মযুদ্ধ না। আর আমরা সবাই ভাইবোন)।

কিছুদিন আগেই ফ্রান্সে একটি গির্জায় ঢুকে এক যাজকের উপর হামলা চালায় বছর উনিশের দুই যুবক। হামলার পর পুলিশের গুলিতে মৃত্যুও হয় তাদের। হামলাকারীদের এক পরিচিতকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এক সময় সেও সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল। আটক সেই ব্যক্তির কাছ থেকে আরো গোপন তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.