সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় লিবিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সামরিক প্লেন অভিযান শুরু করেছে।
সোমবার (০১ আগস্ট) দেশটিতে সরকারের সহায়তায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ প্রশাসনের সহায়তায় যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান শুরু করেছে।