কাতার বিশ্বকাপের বল উন্মোচন করলেন লিওনেল মেসি

চলতি বছর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে টুর্নামেন্টের বল উন্মোচন করলো ফিফা।
বুধবার লিওনেল মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে এডিডাসের প্রস্তুতকৃত বল ‘আল রিহলা’র কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এ নিয়ে টানা ১৪ আসরে ফিফা বিশ্বকাপের বল প্রস্তুত করলো এডিডাস।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে টুর্নামেন্টের ইতিহাসে আগের আসরগুলোতে এতো দ্রুতগতির বল দিয়ে খেলা হয়নি কখনও।
শুধু গতিই নয়, ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলে আশাবাদী তারা।

আরবি ভাষার শব্দ ‘আল রিহলা’র অর্থ যাত্রা।
এই নামের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি।
বর্তমান গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর জন্যই দ্রুতগতির বলটি তৈরি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.