আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল।
সেখানে তিন ওডিআই ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এদিকে, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেরই স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।
যদিও একই সময়ে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টের খেলা থাকায় সিরিজটি থেকে সরে দাঁড়িয়েছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান। জানা যাচ্ছে, শুধু ওয়ানডে সিরিজে খেলবেন তারকা এই স্পিনার। টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি।
মুজিব ছাড়াও আরেক লেগ স্পিনার কাইস আহমেদও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে জাতীয় দল ছেড়ে যাবেন। তবে রশিদ খান দলের সঙ্গেই থাকবেন বলে জানা গেছে।
এদিকে, দল থেকে বাদ পড়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নাঈব। তার বদলে দলে নেওয়া হয়েছে তরুণ স্পিন অলরাউন্ডার জিয়া উর রহমানকে।