শারীরিক চেক-আপ করাতে সিঙ্গাপুরে সাকিব আল হাসান
করোনায় আক্রান্ত হয়ে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেছিলেন সাকিব আল হাসান।
তবে টেস্ট শুরুর একদিন আগে করোনা নেগেটিভ আসায়, বলা চলে ব্যক্তিগত সিদ্ধান্তে টেস্ট ম্যাচটি খেলতে নেমে যান এই ক্রিকেটার।
অল্প প্রস্তুতি নিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজটি সম্পন্ন করেন সাকিব। তবে শারীরিক কিছুটা অস্বস্তি ছিল এই ক্রিকেটারের।
যার জন্য লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পুরো শরীর চেক আপ করার লক্ষ্যে সিঙ্গাপুর গিয়েছেন সাকিব।
গতকাল শুক্রবার (২৮ মে) রাতেই শারীরিক চেকআপ করার জন্য ঢাকা ছাড়েন সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ক্রিকেটীয় কোনো অসুবিধা নেই সাকিবের।
তবে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি অনুভব করায় শরীর চেকআপ করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।