ইংল্যান্ড ক্রিকেট দলে ঠিক কতজন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের? এই তো সেদিন প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলে আয়ারল্যান্ডের ক্রিকেটার এউইন মরগ্যানের হাত ধরে।
যে দলের নায়ক ছিলেন আবার নিউজিল্যান্ড বংশোদ্ভূত বেন স্টোকস, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা জোফরা আর্চার।
এই স্টোকস আবার নেতৃত্ব দিচ্ছেন ইংলিশ টেস্ট দলটার।
বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচেই ঘটেছে দারুণ এক ঘটনা।
যে ম্যাচে অন্যরকম অভিষেক হয়েছে এক বাংলাদেশি বংশোদ্ভূতের।
ম্যাচের ৩৮তম ওভারে হুট করেই ফিল্ডিং করতে নামেন এক তরুণ।
যাকে কী না চেনার কথা না, যদি না ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পোকা না হন। এমন কি জার্সির পেছনে ছিল না নাম কিংবা নম্বর।
তবে খোঁজ নিয়ে জানা যায়, তার নাম রবিন জেমস দাস।
ইংল্যান্ড দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে মাত্র দুজন খেলোয়াড় হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন।
দুজনেই ফিল্ডিং করছিলেন তখন।
এমন সময় স্টুয়ার্ট ব্রডকেও ছাড়তে হয় মাঠ।
ওভারটি অসমাপ্ত রেখেই আবার মাঠ ছাড়তে হয় ম্যাটি পটসকে।
অসমাপ্ত ওভার শেষ করতে আসেন বেন স্টোকস। তাই আরেকজন অতিরিক্ত ফিল্ডারের দরকার পড়ে।