আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে চেইন শপ ওয়ালমার্টের একটি শাখায় বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে এক পাইলট। শনিবার পুলিশ দ্রুত ওই দোকান খালি করে ফেলেছে।
পুলিশ ইতোমধ্যে ওই পাইলটের সঙ্গে কথা বলা শুরু করেছে। তবে ওই পাইলটের পরিচয় কিংবা তার এই হুমকির উদ্দেশ্য সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি।
দুই ইঞ্জিন ও ৯ আসনের ওই ছোট বিমানটি টুপেলো বিমানবন্দর থেকে চুরি করেছে অজ্ঞাতনামা পাইলট।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ধরণের বিমানের গতিশীলতার সাথে বিপদ অঞ্চলটি টুপেলোর চেয়ে অনেক বড়।’
ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইট থেকে পাওয়া চিত্রে ওই বিমানের গতিপথ দেখা গেছে। চিত্রে বিমানটিকে টুপেলো শহরকে কেন্দ্র করে চক্কর কাটতে দেখা গেছে।
গভর্নর টেট রিভস বলেছেন, ‘রাজ্যের আইন প্রয়োগকারী এবং জরুরী ব্যবস্থাপকরা এই বিপজ্জনক পরিস্থিতি নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছেন।’