‘ইন্দোনেশিয়ায় সমকামীদের কোনো স্থান নেই’

indo1470981424ইন্দোনেশিয়ায় সমকামী সম্প্রদায়ের কোনো স্থান নেই। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জোহান বুদি এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘স্কুলে যাওয়া বা আইডি কার্ড পাওয়ার মতো অধিকার সব নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে, কিন্তু সমকামীদের অধিকার আন্দোলনের গতি বৃদ্ধির সুযোগ ইন্দোনেশিয়ায় নেই৷’

মুসলিমপ্রধান ইন্দোনেশিয়ায় সমকামীদের ঘৃণার চোখে দেখা হয৷ সম্প্রতি সরকারের পক্ষ থেকেও সমকামীদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করা হয়েছে। চলতি বছরের প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিষিদ্ধকরাসহ সমকামীদের ওপর নানারকম নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে সরকার৷ এমনকি সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাদের বিভিন্ন সময়ে সমকামীদের উদ্দেশে কঠোর মন্তব্য করতেও দেখা গেছে৷ দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীসহ অনেকেই সমকামীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন৷ সমকামীদের মধ্যকার যৌন সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে অপরাধ হিসেবে ঘোষণা করতেও কাজ করছেন ধর্মীয় নেতারা৷ দেশটির সাংবিধানিক আদালতে এই বিষয়ে এ শুনানিও চলছে৷

সমকামী অধিকারকর্মীদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ের বৈধতা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই এ ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন মন্ত্রীরা৷ ফলে সমকামীদের ওপর নির্যাতন আরো বাড়তে শুরু করেছে৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.