থার্ড টার্মিনালের কাজ ৪৪ শতাংশ শেষ, উদ্বোধন ২০২৩ সালের অক্টোবরে : বিমান প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের কাজে ‘প্রত্যাশার চেয়ে বেশি অগ্রগতি’ হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ২০২৩ সালের অক্টোবরেই এ টার্মিনাল উদ্বোধন করা যাবে বলে তিনি আশা করছেন।

সোমবার থার্ড টার্মিনালের নির্মাণ কাজ ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “৪৪ দশমিক ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর এ বিমানবন্দরের তিনটি টার্মিনাল দিয়ে বছরে ২২ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া যাবে।”

অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হলে যাত্রীরা শাহজালাল বিমানবন্দরে ‘আন্তর্জাতিক মানের সেবা’ পাবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগ নিয়ে তিনি বলেন, “বিমানবন্দরে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সেটা আমরা খেয়াল রাখছি। মনিটরিং বৃদ্ধি করায় লাগেজ ডেলিভারিতেও আগের থেকে সময় অনেক কম লাগছে। যেখানে প্রয়োজন সেখানেই অতিরিক্ত জনবল দেওয়া হয়েছে। আশা করছি যাত্রীরা সুন্দর ব্যবহার পাবেন।

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

“যখন দেখব সব ঠিকঠাক হচ্ছে, তখন বুঝব আমাদের কর্মকাণ্ড সার্থক। পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে যে সেবা দেওয়া হয়, সেই ধরনের আন্তর্জাতিক সেবা যাতে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করব।”

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করার কথা ভাবছি। তখন সমস্ত নিয়ম ও শর্ত পরিপালন করে যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই এ টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ পাবেন।”

কাজের মান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মান নিয়ে কোনো ধরনের আপস করা হয়নি, ভবিষ্যতেও হবে না। দরপত্রে উল্লেখিত মানের পণ্যই এ প্রকল্পের কাজে সরবরাহ নেওয়া হবে, অন্য কিছু গ্রহণ করা হবে না।”

অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। এ প্রকল্পের আওতায় একটি প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, রাস্তা, কার পার্কিং, কার্গো কমপ্লেক্স, পার্কিং অ্যাপ্রোনসহ আরও অন্যান্য স্থাপনা তৈরি করা হচ্ছে।

বিমানবন্দরের মূল টার্মিনালের দক্ষিণ পাশে ২১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুপরিসর এই তৃতীয় টার্মিনাল। এই অর্থের একটি অংশ প্রকল্প সহায়তা হিসেবে দিচ্ছে জাইকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.