যানজটে অচল ব্যস্ততম বিমানবন্দর সড়ক
রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়ক সবসময়ই ব্যস্ততম সড়ক। প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তার উপর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আজ সকাল থেকে রাজধানীতে প্রচণ্ড বৃষ্টি, সড়কের বিভিন্ন জায়গায় জমেছে পানি। অন্যদিকে গাজীপুর থেকে বিমানবন্দর সড়ক, মিরপুর থেকে বিজয় সরণি পর্যন্ত চলছে বিআরটি ও মেট্রোরেল প্রকল্পের কাজ। বৃষ্টির ভোগান্তির সঙ্গে তীব্র যানজট মিলিয়ে পুরো রাজধানী প্রায় অচল হয়ে পড়েছে।
আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন রাজধানীবাসী। কিন্তু যানজটে পড়ে দিনভর সবাই নাজেহাল হয়েছেন। দুপুর গড়াতে যানজটের তীব্রতা আরও বেড়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে বিআরটি প্রকল্পের কাজ চলমান। নির্মাণকাজের সঙ্গে সড়কের পাশে জমা বৃষ্টির পানির কারণে গাজীপুর থেকে ঢাকামুখী পরিবহনগুলোর গতি মন্থর করে দিয়েছে।
রাজধানীর প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বিমানবন্দরের পর থেকে রয়েছে তীব্র যানজট। বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত, রেডিসন হোটেলের সামনে দিয়ে বনানী-কাকলি থেকে মহাখালী হয়ে সাতরাস্তা, মগবাজার; অপর দিকে খিলক্ষেত, কুড়িল হয়ে নতুনবাজার, বাড্ডা, রামপুরা হয়ে মালিবাগ, কাকড়াইল পর্যন্ত সড়কে ভয়াবহ যানজট রয়েছে।
অন্যদিকে, বিজয় সরণি থেকে আইডিবি হয়ে মিরপুর-১০ পর্যন্ত সড়কেও পরিবহনগুলো চলছে মন্থর গতিতে। কল্যাণপুর থেকে আসাদগেট হয়ে মিরপুর সড়কের সায়েন্স ল্যাব, নিউমার্কেট পর্যন্ত সড়কে রয়েছে যানবাহনের প্রচণ্ড চাপ।