উইন্ডসরের পথে রানির মরদেহ, দু’পাশে হাজারো মানুষের ভিড়

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার রাজকীয় অনুষ্ঠান হচ্ছে আজ। লন্ডনের কেন্দ্রস্থলে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ধর্মীয় শেষকৃত্য শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে উইন্ডসরে।

রানির কফিন বহনকারী শবযান উইন্ডসর প্রাসাদের গেট পেরিয়ে ভেতরে ঢুকে যাবার আগে সাধারণ মানুষের জন্য স্বচক্ষে তা দেখার শেষ সুযোগ এটাই। কারণ ভেতরে আর সাধারণের প্রবেশাধিকার থাকবে না।

এই অনুষ্ঠানে কেবল রাজপরিবারের সদস্য, রানির ব্যক্তিগত স্টাফ এবং আমন্ত্রিতরাই শুধু যোগ দিতে পারবেন।টেলিভিশনে অবশ্য এই অনুষ্ঠান দেখানো হবে।

এর আগে রানির কফিন উইন্ডসের ঐতিহাসিক দীর্ঘ পথ ধরে প্রাসাদে পৌঁছায়।

পথের দুধারে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন শত শত সামরিক সদস্য। রানিকে বহনকারী শবযান যাওয়ার সময় তারা মাথা নুইয়ে শ্রদ্ধা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.