পরমাণু হামলা করলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র 

ইউক্রেনে পরমাণু হামলা করলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এমন হুঁশিয়ারি দিয়েছেন।

এনবিসির মিট দ্য প্রেস নিউজ প্রোগ্রামকে সুলিভান বলেছেন, রাশিয়া যদি এই পরমাণু অস্ত্র ব্যবহারের সীমা অতিক্রম করে তবে রাশিয়ার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র বেশ স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানাবে।

তবে যুক্তরাষ্ট্র কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি সুলিভান।

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়ায় ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন প্রকাশ্যে ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। জাতিসংঘে অনেকটা একই কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.