বাংলাদেশে আটকেপড়া ২০৭ জন বাহরাইন প্রবাসীর তালিকা হস্তান্তর

আটকেপড়া ২০৭ জন বাহরাইন প্রবাসী বাংলাদেশির একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। তাদেরকে বাহরাইনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়।

এছাড়া ১৫০ জন পরিবারেরর সদস্যদের তালিকা হস্তান্তর করে তাদেরকে দ্রুততম সময়ে বাহরাইনে নিজ পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহাজাদের সঙ্গে এক বৈঠকে সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এ অনুরোধ করেন।

আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাহারাইনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

বৈঠককালে তিনি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও ভিসা সহজীকরণের বিষয়ে কথা বলেন।

এ সময় রাষ্ট্রদূত কোভিডকালীন বাহরাইন সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাঁথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইসলাম কোভিডকালীন আটকেপড়া ১৬১ জন প্রবাসীদেরকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.