ভারতের উত্তরপূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতা দিবস বয়কটের ডাক

northeast-indiaভারতের দুইটি বিদ্রোহী জোট এবং কয়েকটি বিচ্ছিন্নতাবাদী দল দেশটির উত্তরপূর্বাঞ্চলের বাসিন্দাদের স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করার আহ্বান জানিয়েছে।

এ আহ্বানের পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস।

দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ-ইস্ট এশিয়া (ইউএনএলএফডব্লিউএসইএ) এবং দ্য কোর্ডিনেশন কমিটি অব মনিপুর (সিওআরসিওএম) এক যৌথ বিবৃতিতে উত্তর-পূর্বাঞ্চলের জনগণকে ১৫ অগাস্টের স্বাধীনতা দিবস বয়কটের আহ্বান জানায়।

ইউএনএলএফডব্লিউএসই-র সঙ্গে এনএসসিএন (খাপলাং অংশ) এবং ইউএলএফএ (পরেশ বড়ুয়া অংশ) এর মত শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী দলও রয়েছে।

আর সিওআরসিওএম-র সঙ্গে মনিপুরের শক্তিশালী দুই বিদ্রোহী দল ইউএনএলএফ এবং পিএলএ রয়েছে।

মেঘালয়ের আরো দুইটি ছোট বিচ্ছিন্নতাবাদী দল ওই বিবৃতিতে সমর্থন দিয়েছে।

ভারতের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনএসসিএন-কে খুবই শক্তিশালী দল। গত কয়েক মাসে দলটি ভারতের সেনাবহরেও হামলা চালিয়েছে। মনিপুরের দলগুলোও একই ধরণের হামলা চালাতে সক্ষম।”

“আর ইউএলএফএ সাধারণত বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলা করে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.