ভারতের দুইটি বিদ্রোহী জোট এবং কয়েকটি বিচ্ছিন্নতাবাদী দল দেশটির উত্তরপূর্বাঞ্চলের বাসিন্দাদের স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করার আহ্বান জানিয়েছে।
এ আহ্বানের পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস।
দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ওয়েস্টার্ন সাউথ-ইস্ট এশিয়া (ইউএনএলএফডব্লিউএসইএ) এবং দ্য কোর্ডিনেশন কমিটি অব মনিপুর (সিওআরসিওএম) এক যৌথ বিবৃতিতে উত্তর-পূর্বাঞ্চলের জনগণকে ১৫ অগাস্টের স্বাধীনতা দিবস বয়কটের আহ্বান জানায়।
ইউএনএলএফডব্লিউএসই-র সঙ্গে এনএসসিএন (খাপলাং অংশ) এবং ইউএলএফএ (পরেশ বড়ুয়া অংশ) এর মত শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী দলও রয়েছে।
আর সিওআরসিওএম-র সঙ্গে মনিপুরের শক্তিশালী দুই বিদ্রোহী দল ইউএনএলএফ এবং পিএলএ রয়েছে।
মেঘালয়ের আরো দুইটি ছোট বিচ্ছিন্নতাবাদী দল ওই বিবৃতিতে সমর্থন দিয়েছে।
ভারতের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনএসসিএন-কে খুবই শক্তিশালী দল। গত কয়েক মাসে দলটি ভারতের সেনাবহরেও হামলা চালিয়েছে। মনিপুরের দলগুলোও একই ধরণের হামলা চালাতে সক্ষম।”
“আর ইউএলএফএ সাধারণত বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলা করে।”