ঢাকা, ১৪ অগাস্ট, ২০১৬ ঃবিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১২ অগাস্ট শুক্রবার থেকে চট্ট্রগ্রাম -জেদ্দা রুটে হজ্ব-যাত্রী পরিবহন শুরু কয়েছে।এ রুটে মোট ১১টি ডেডিকেটেড ফ্লাইটের প্রথম ফ্লাইট বোয়িং৭৭৭ বিজি-৩০৩৩-এ ৪১৪ জন হজ্ব-যাত্রী নিয়ে স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে চট্টগ্রামে ছেড়ে যায়। এ সময় বিমানের পরিচালক বিপণন ও বিক্রয় বিমান বন্দরে উপস্থিত থেকে হজ্জ-যাত্রীদের বিদায় জানান। উল্লেখ্য, শুক্রবার রাতে আরও একটি শেড্যুল ফ্লাইট মোট ১৮৮ জন হজ্ব-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়।আগামী ২৯ অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে অবশিষ্ট ১০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ হজ্ব-যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন মোট ৫২০০ জন অবশিষ্ট ৯৯,৫৫৮ জন যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়। এ বছর বিমানে যাবেন মোট ৫১০০০ জন হজ্ব-যাত্রী, এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৫২০০ অবশিষ্ট ৪৫,৮০০ যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।
উল্লেখ্য, গত ০৪ অগাস্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের‘ হজ্ব-ফাইট কার্যক্রম-২০১৬’-এর শুভারম্ভ হয় এবং শেষ হবে আগামী ০৫ সেপ্টেম্বর ২০১৬।
আরও খবর