কাশ্মিরে আবারো সংঘর্ষ, নিহত ৪

kashmir-security-pti_650x4020160816133803ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন নিহত এবং আহত হয়েছেন ১৫ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) কাশ্মিরের বদগাম জেলার মাগাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি চালায়।

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এদিকে চলতি বছরের জুলাইয়ে বুরহান ওয়ানির নিহতের ঘটনার পর থেকেই ক্রমশই সংঘর্ষের পাশাপাশি বেড়েই চলছে নিহতের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন।

এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.