বরফে ঢেকে গেছে পুরো বিমানবন্দর, ফ্লাইট চলাচল বন্ধ

ব্যাপক তুষারপাতে ঢাকা পড়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর। এরই মধ্যে বিমানবন্দরের দুইটি রানওয়েই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানের বর্তমান তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তুষারপাত অব্যাহত থাকবে। খবর ডেইলি মেইলের।

ডেভন, ওয়েলস, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এলাকা এবং স্কটল্যান্ডের কিছু অংশে তুষারপাত হচ্ছে। ম্যানচেস্টার বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ২০টিরও বেশি ফ্লাইট ব্যাহত হয়েছে।

গতকাল শনিবার ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র তুষারের কারণে সাময়িকভাবে দুইটি রানওয়েই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাছাড়া ফ্লাইটের তথ্য পেতে যাত্রীদের নির্দিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে আরএসি মুখপাত্র রড ডেনিস ড্রাইভারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ফুটবল ভক্তদের তাদের গাড়ি বাড়িতে রেখে হেঁটে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বকাপে ইংল্যান্ড ফ্রান্সের খেলা দেখতে।

এদিকে গ্যাটউইক বিমানবন্দরের যাত্রীরা জানিয়েছে, রানওয়েতে তুষারপাত ও বরফের কারণে ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। ডাবলিন বিমানবন্দরে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বরফ সরানোর ক্ষেত্রে এয়ারলাইনসগুলোরও দায়িত্ব রয়েছে। কারণ অতিরিক্ত তুষারের কারণেই ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে।

পুলিশ উত্তর-পশ্চিম ইংল্যান্ডে মোটরচালকদের সতর্ক করছে যাতে তারা গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করে। কারণ বেশ কিছু এলাকায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.