কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগে যশোর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার সকালে দুদকের যশোর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযোন পরিচালনা করে।
দুদক প্রধান কার্যালয় থেকে অভিযানের বিষয়ে জানায়, যশোর পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবাদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ওঠে।
দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বলেন, ‘পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা গতকাল অফিসটি পরিদর্শন করেছি। সেখানকার সেবাগ্রহীতাদের সঙ্গে কথা হয়েছে। পরে আমরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গেও কথা বলেছি। এ নিয়ে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব।’
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘গতকাল দুদকের একটি টিম আমাদের অফিস পরিদর্শন করেছে। সেখানে তারা কোনো অভিযোগ খুঁজে পাননি। আমাদের অফিসে প্রতিদিন ৬০০ আবেদন জমা পড়ে। লোকবল সংকট রয়েছে। তার মধ্যেও আমরা সবাইকে সেবা দেয়ার চেষ্টা করছি।’