বিমান ধরতে না পেরে বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ গ্রেপ্তার তরুণী

ভারতে বেঙ্গালুরু বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার হয়েছেন কেরালা রাজ্যের এক তরুণী। বিমানবন্দরে দেরিতে পৌঁছে বিমান ধরতে পারবেন না বুঝতে পেরে নিয়ম না মেনে চটজলদি বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেন তিনি। কর্তব্যরত সিআইএসএফ কর্মকর্তা তাকে বাধা দিলে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ছাড়াও এক কর্মকর্তার মুখে ঘুষি মেরে বিমানবন্দরের ভেতরে ঢোকার অভিযোগ রয়েছে। এরপর যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ান তিনি। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত তরুণী কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মানসী সাথিবাইনু। শুক্রবার বিমানে চেপে কলকাতা যাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছান তিনি। সে সময় ছয় নম্বর গেটে কর্তব্যরত ছিলেন সিআইএসএফ কর্মকর্তা সন্দীপ সিং। অভিযোগ, সকাল ৮টা ২০ মিনিটে ছয় নম্বর গেটে হন্তদন্ত হয়ে পৌঁছান মানসী। নিয়ম না মেনেই দ্রুত বিমানবন্দের ভেতরে ঢোকার চেষ্টা করলে সন্দীপ তাকে বাধা দেন। এর পরই তিনি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং সন্দীপের কলার ধরে মুখে ঘুষি মারেন।

এক পর্যায়ে ছয় নম্বর গেট দিয়ে বিমানবন্দরের লাউঞ্জের ভেতরে ঢুকে চিৎকার করে বাকিদের বলতে থাকেন, বিমানবন্দরে বোমা রাখা আছে, সবাই যেন পালিয়ে যায়। স্বভাবতই এমন কথায় আতঙ্ক ছড়ায়, হুলুস্থুল পড়ে যায় গোটা বিমানবন্দরে।

এদিকে মানসীর এমন কাণ্ডের পর পুলিশে অভিযোগ জানান সিআইএসএফ কর্মকর্তা সন্দীপ সিং। বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো, কর্তব্যরত সিআইএসএফ কর্মকর্তাকে ঘুষি মারার অভিযোগে মানসীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৩২৩ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

গত মাসে দিল্লি বিমানবন্দরে পুনেগামী স্পাইসজেটের একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও তল্লাশিতে কিছু মেলেনি। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। একই দিন সন্ধ্যাবেলা হুলুস্থুল পড়ে গিয়েছিল পুনে জংশন স্টেশনেও। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সবকটি প্ল্যাটফর্মে তল্লাশি করা হয়। সে ক্ষেত্রেও কিছুই মেলেনি। স্টেশনে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে সেখানেও এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.