বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তাদিরের গ্রেপ্তার বিষয়ে সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, ‘আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাব না। কারণ, মামলার কাগজপত্র সংগ্রহ করে দেখছি- আসলে ওয়ারেন্ট রয়েছে কি না। আমার জানামতে তিনি জামিনে রয়েছেন।’

খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট বিএনপির রাজনীতির অন্যতম নীতিনির্ধারক। গত জাতীয় নির্বাচনে তিনি সিলেট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.