কুষ্টিয়ায় চালু হলো নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল রোববার এই ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি দেশের ১৬তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ায় কুষ্টিয়া এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের ভারত ভ্রমণের জন্য ভিসা পাওয়া আরও সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণের ভারতীয় ভিসা পাওয়া সহজ করতে তার দেশের হাইকমিশন স াম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন যে নতুন ভিসা আবেদন কেন্দ্র দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগকে আরও জোরদার করবে।
ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
নতুন ভিসা আবেদন কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।