ভারত সফরে আসছেন চীন-রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আগামী সপ্তাহে ভারত সফরে আসছে চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা। চলতি মাসের শেষের দিকে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক রয়েছে। ওই বৈঠকে যোগ দিতেই তারা দিল্লিতে আসছেন। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতিতে রুশ ও চীনা মন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে ভারত-রাশিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। অন্যদিকে নয়া দিল্লির উদ্বেগ বাড়িয়েছে চীন-রাশিয়া-ইরানের সখ্যতা।

সীমান্ত নিয়েও ভারত-চীনের মধ্যে টানাপোড়েন বাড়ছে। এর মাঝেই চীনের প্রতিরক্ষামন্ত্রীর ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে, ভারত-চীনের সম্পর্ক নিয়ে রাশিয়া কী বার্তা দেয়, সেদিকেও নজর থাকবে বিশ্ব সম্প্রদায়ের।

 

জানা গেছে, আগামী ২৮ এপ্রিল এসসিও বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক। যেখানে ভারত, রাশিয়া, চীনের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সূত্রের খবর ভারতে আসছেন না পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন তিনি। এদিকে চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু ২৭ তারিখ ভারতে আসবেন। ২৮ তারিখ বৈঠকে যোগ দেওয়ার কথা তাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.