শত্রু পক্ষের ৩ গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান

ইরানের আকাশ সীমায় শত্রু পক্ষের তিনটি বিমান লক্ষ্য করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ঐ তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করেছে ইরান। ইরানের ইলেকট্রনিক কোম্পানি ‘সা ইরান’ সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য জানায়। তবে বিমানগুলো ঠিক কোন দেশের বা এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান তিনটিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমানগুলো ওই সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল।

ইরানের এই কমান্ডার আরো বলেন, ইলেকট্রনিক যুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ইরান। শত্রুর সব ধরনের ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা রয়েছে তেহরানের কাছে।

আমির রাস্তেগারি বলেন, দেশের নিরাপত্তা- বিশেষ করে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বুঝতে পেরেছে বিষয়টি।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা রয়েছে তাতে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এবং আধুনিক যুদ্ধে যেকোন হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.