শাহজালাল বিমানবন্দরে ১ কেজি সোনাসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ মো. রুস্তম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টার্মিনালের উত্তর পাশের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়।

এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে সোনা রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ছয়টি গোল্ড বার (ওজন ৬৯৬ গ্রাম) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণাালংকারসহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম সোনা বের করে দেন। এ সময় তিনি এই সোনাের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

জিয়াউল হক বলেন, ‘তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মো. রুস্তম আলী (৩৮) ঢাকার  কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ বাঘাপুরের অধিবাসী।

প্রসঙ্গত, এপ্রিল মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনা, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করেছে আর্মড পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.