গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত

গাজা উপত্যকায় টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

আজ বুধবার নতুন করে বোমাবর্ষণের ফলে অবরুদ্ধ ছিটমহল থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে প্রতিশোধমূলক রকেটবর্ষণ করা হয়।

ইসরাইলি বিমান দক্ষিণ ও উত্তরসহ অবরুদ্ধ ছিটমহলজুড়ে একাধিক স্থানে এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) অন্তর্গত বেশ কয়েকটি স্থানে আঘাত হানে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খান ইউনিসের পূর্বে অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

তবে নিহতরা তার গ্রুপের সদস্য কিনা তা নিশ্চিত করেনি পিআইজে।

হামাস এক বিবৃতিতে বলে, গাজা থেকে ছোড়া রকেটগুলো ‘ইসরাইলি দখলদারিত্বের দ্বারা সংঘটিত গণহত্যার’ বিরুদ্ধে ‘একতাবদ্ধ প্রতিক্রিয়া’।

ইসরাইলের কর্তৃপক্ষ গাজা সীমান্ত বরাবর শহরগুলোতে বসবাসকারী নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি বা ভিতরে থাকতে বলেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা থেকে ছোড়া ৯টি রকেটকে বাধা দিয়েছে।

মঙ্গলবার গাজা শহর এবং এর আশেপাশে ইসরাইলি বাহিনীর আক্রমণে চার শিশুসহ ১৫ জন নিহত হয়। এটিকে তিনজন পিআইজে কমান্ডারকে লক্ষ্য করে একটি অভিযান বলে আখ্যায়িত করে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.