ঢাকার বিমানবন্দর থানাধীন রেলস্টেশন এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
তারা সেখানে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
আটক ছিনতাইকারী চক্রের চার সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।