চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বেইজিং সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
আজ সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি।
চীনা কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, মন্ত্রণালয় যথাসময়ে খবর প্রকাশ করবে।
একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।